শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৪:৪১

ওয়েলিংটনে উসমান খাজা-ওয়ার্নারের ব্যাটিং তাণ্ডবে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড

ওয়েলিংটনে উসমান খাজা-ওয়ার্নারের ব্যাটিং তাণ্ডবে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৫৯ রানে জয় পেলেও সিরিজে দ্বিতীয়
ম্যাচে অজি দুই ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারে ব্যাটিং তাণ্ডবে লণ্ডভণ্ড হয় স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ১৫৯ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো সফরকারীরা।

শনিবার ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারালো ৪ উইকেটে। এতে তিন ম্যাচের সিরিজ ১-১ এ সমতা ফিরলো। প্রথমে টস জিতে আগে ব্যাটে গিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৯ উইকেটে ২৮১ রান। জবাবে ২১ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজিরা।

অস্ট্রেলিয়ার উদ্ধোধনী জুটিতে মাত্র ১৬.২ ওভারে ১২২ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। উসমান খাজা ৪৯ বলে ৫০ রানের সঙ্গে ডেভিড ওয়ার্নার চালান ব্যাটিং-তাণ্ডব। তিনি ৪ ছক্কা ও ৭ চারে ৭৯ বলে ৯৮ রানে আউট হন। এমন উড়ন্ত সূচনার পরও মাঝে কিছুটা বিপদে পড়ে তারা। তবে ৭তম  উইকেটে অজিদের দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে।

মিচেল মার্শ ও জন হ্যাস্টিংস ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। মার্শ ৭২ বলে ৬৯ ও হ্যাস্টিংস ৪৭ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া শেষের দিকে অ্যাডাম মিলনে ৩৬ ও মিচেল স্যান্টনার ৪৫ রানে অপরাজিত থাকেন।
৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে