শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:১০:০২

আইপিএলে টাইগার মুস্তাফিজের মূল্য বাংলাদেশি ১ কোটি ৬২ লাখ টাকা

আইপিএলে টাইগার মুস্তাফিজের মূল্য বাংলাদেশি ১ কোটি ৬২ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক: আজ সকাল থেকেই ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম আসরের নিলামে নজর ছিল বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের। সাকিব আল হাসানকে আগেই রেখে দিয়েছে কলকাতা নাইটরাইডার্স। তবে আরও পাঁচ বাংলাদেশি ক্রিকেটার ছিলেন এবারের নিলামে।

বাংলাদেশি উদীয়মান পেসার কাটার মুস্তাফিজুর রহমানের নাম নিলামে উঠলে মুহূর্তেই চেহারায় ঝিলিক খেলে যায়। তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি। প্রথমেই তাকে দলে পাওয়ার চেষ্টা করে সানরাইজার্স হায়দারাবাদ। কিন্তু তাদের টেক্কা দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আরও বেশি দাম হাঁকে। তরতর করে বাড়তে থাকে মুস্তাফিজের দাম। শেষ পর্যন্ত হায়দারাবাদেরই জয় হয়। তারা বাংলাদেশের ২০ বছর বয়সী এ বাঁহাতি পেসারকে ১ কোটি ৪০ লাখ রুপিতে দলে ভেড়ায়। যা বাংলাদেশি ১ কোটি ৬২ লাখ টাকা প্রায়।

মুস্তাফিজ আইপিএলে সুযোগে পেলেও তার খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা। কারণ এর  আগে মুস্তাফিজের কাঁধের ইনজুরি সেরে ওঠার বিষয় সামনে। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) প্রথম আসরেও মুস্তাফিজকে ৪০ লাখ টাকায় দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। কিন্তু কাঁধের ইনজুরির কারণে তাকে পিএসএলের খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে