স্পোর্টস ডেস্ক : যুবাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে ১৪ ই ফেব্রুয়ারি। এই সাজে সাজতে শুরু করছে মিরপুরের জাতীয় স্টেডিয়াম।
অনেক ইতিহাসের সাক্ষী মিরপুরের জাতীয় স্টেডিয়াম। ফের ইতিহাস হতে যাচ্ছে মিরপুর। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
বাংলাদেশ নেপালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে নামিবিয়াকে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত।
সেমিফাইনালে যাওয়ার জন্য ৭ ফেব্রুয়ারি মিরপুর স্টেডিয়ামে নামবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। যে দল জিতবে সেটা যাবে শেষ চারে।
অন্যদিকে ৮ ফেব্রুয়ারি মাঠে নামবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ফতুল্লায় হবে এই ম্যাচটি। মোট ১৮ টি দল নিয়ে শুরু হয় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
সেমিফাইনালে যাবে চারটি দল। আর এর বাকি ফলাফল পাওয়া যাবে আর দুই দিন পরেই। আইসিসি ও বিসিবি ছিটকে যাওয়া গুলোর প্লে অফ ম্যাচ নিয়েও ব্যস্ত রয়েছে।
৬ ফেব্রয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর