স্পোর্টস ডেস্ক: শনিবার ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগ (আইপিএল) নিলামে বাংলাদেশি কাটার বয় মুস্তাফিজকে ১ কোটি ৪০ লাখ রুপিতে (যা বাংলাদেশি ১ কোটি ৬২ লাখ টাকা প্রায়) কিনে নেয় সানরাইজার্স হায়দারাবাদ। এর কিছুক্ষণ পরই ‘ভারতের মুস্তাফিজ’ স্রানকে ১ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় তারা।
আজ সকাল বাংলাদেশি উদীয়মান পেসার কাটার মুস্তাফিজুর রহমানের নাম নিলামে উঠলে মুহূর্তেই চেহারায় ঝিলিক খেলে যায়। তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি। প্রথমেই তাকে দলে পাওয়ার চেষ্টা করে সানরাইজার্স হায়দারাবাদ। কিন্তু তাদের টেক্কা দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আরও বেশি দাম হাঁকে। তরতর করে বাড়তে থাকে মুস্তাফিজের দাম। শেষ পর্যন্ত হায়দারাবাদেরই জয় হয়।
এরপর সানরাইজার্স হায়দারাবাদ ভারতীয় মুস্তাফিজ নামে পরিচিত পেসার স্রানকে দলে কিনে নেন।
কাটার মুস্তাফিজ ও ভারতীয় পেসার স্রানের সানরাইজার্সে আরো যারা খেলবেন তারা হলেন- যুবরাজ সিং, ময়সেস হেনরিক, কর্ন শর্মা, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, এউইন মরগান, ট্রেন্ট বোল্ট, শেখর ধাওয়ান, আশিষ নেহরা, অভিমন্যু মিথুন, নমন ওঝা, ভুবনেশ্বর কুমার।
৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস