স্পোর্টস ডেস্ক: ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগ (আইপিএল) নিলামে এটাও দেখতে হল ভারতীয় দলের মারকুটে ব্যাটস্যমান যুবরাজ সিংহকে। তিনি যখন পুরোদমে ভারতীয় দলে খেলছেন, তখন পবন নেগি কোথায়?
শনিবার সেই পবন নেগির আইপিএল নিলামে দাম উঠল যুবির থেকেও বেশি? এও কি মানা সম্ভব? মানতে পারুন আর নাই পারুন। এটাই সত্যি। শনিবার বেঙ্গালুরুতে আইপিলএলের যে নিলাম হল তাতে, নেগির মূল্য দাঁড়াল ৮ কোটি ৫ লাখ রুপিতে।
আর বাঁ হাতি পঞ্জাবতনয়ের দাম সেখানে সাত কোটি। নেগি গেলেন দিল্লি ডেয়ারেডভিলসে। এই দিল্লিই যুবরাজকে বাতিলের তালিকায় ফেলে দিয়েছিল আগের বছর। এবার নেগি গেলেন সেখানে। আর যুবরাজকে নিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু কেন এই দামের বৈষম্য? অনেকেই কি তবে ধরে নিয়েছেন যুবি শেষের পথে। অথচ এই যুবরাজই তো গতবারের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন। আর এ বার তাঁকে দেখতে হল, সেদিনকার পবন নেগিও তাঁর থেকে দামি।
৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস