স্পোর্টস ডেস্ক: শনিবার অনুষ্ঠিত হল ভারতের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর আসন্ন নবম আসরের নিলামে দল বদলে মহেন্দ্র সিংহ ধোনি এখন রাইজিং পুণে সুপার জায়ান্টসে। ড্রাফটে ধোনি, অজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, ফ্যাফ দু’ প্লেসি, স্টিভেন স্মিথকে তুলে নিয়েছিল পুণে।
তা দলে রয়েছেন, কেভিন পিটারসেন (৩.৫ কোটি), ইশান্ত শর্মা (৩.৮ কোটি),ইরফান পাঠান (১ কোটি), মিচেল মার্শ (৪.৮ কোটি), আরপি সিং (৩০ লাখ), অঙ্কিত শর্মা (১০ লক্ষ), রজত ভাটিয়া (৬০ লক্ষ), ঈশ্বর পাণ্ডে (২০ লক্ষ),মুরুগান অশ্বিন (৪.৫ কোটি), অঙ্কুশ বেইন্স (১০ লক্ষ)।
৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস