স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে সাকিব আল হাসানের করাচি কিংস। দুবাইয়ে টসে হেরে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিরুদ্ধে ব্যাট করছে করাচি কিংস।
প্রথম ম্যাচে শুক্রবার লাহোর কালান্দার্সকে সাত উইকেটে পরাজিত করেছিল করাচি কিংস। বল হাতে এক উইকেট ও ব্যাট হাতে ৩৫ বলে ৫১ রান করার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচেও ব্যাটি হাতে জ্বলে উঠার আগেই আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী টাইগার সাকিরকে সাজঘরে পাঠান। এদিন ব্যাটি হাতে সাকিব ১৩ বল খেলে মাত্র ১৭ রান করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিব করাচি কিংস ১৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করেছে।
করাচি কিংসের হয়ে খেলতে দুবাই আছেন মুশফিকুর রহিমও। তবে দ্বিতীয় ম্যাচেও সেরা একাদশে জায়গা পাননি বাংলাদেশের এই টেস্ট অধিনায়ক।
৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস