স্পোর্টস ডেস্ক: আপনাদের কথা শুনে আমরা চলে এসেছি। আপনারা পাশে থাকলে খুব ভাল লাগবে। আর সব সময় পাশেই থাকতে চাই। খেলার পাশাপাশি কাজও করতে চাই আপনাদের সঙ্গে। এই অন্যরকম কথাগুলো বলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মারশাফি বিন মর্তুজা ও ওপেনার সৌম্য সরকার।
এবার মাঠের বাইরেও দেখা যাবে মাশরাফি বিন মর্তুজাকে। ‘আমরাই পারি’ নামের এক অনুষ্ঠানে মাশরাফির সঙ্গে দেখা যাবে তরুণ সৌম্য সরকারকে। এদের সঙ্গে থাকবেন নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম ও সাবেক অধিনায়ক সালমা খাতুনও। অনুষ্ঠানটি প্রযোজনা করছে বিবিসি মিডিয়া অ্যাকশন।
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বিবিসি মিডিয়া একশনের আয়োজনে ‘আমরাই পারি’ অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশ দলে এই চার ক্রিকেটার। অনুষ্ঠানটি হবে এই গ্রামের অধিবাসীদের নিয়ে। যারা বছরের প্রায় নয় মাসই থাকে পানিবন্দী। তাদের জীবন-ধারণের নানা চিত্রই উঠে এসেছে এই অনুষ্ঠানে।
জিম্বাবুয়ে সিরিজ খেলার আগে মাশরাফিরাও সেখানে গিয়েছিলেন। সেখানকার মানুষরা কিভাবে জীবন-যাপন করছেন, তা দেখেছেন কাছ থেকে। আগামীকাল রোববার রাত আটটায় এটিএন বাংলায় প্রচার হবে ‘আমরাই পারি’ এই অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রযোজনা সংস্থা বিবিসি মিডিয়া অ্যাকশন জানিয়েছে, ‘আমরাই পারি’অনুষ্ঠানে বাংলাদেশের দুর্যোগকবলিত মানুষের এক হয়ে ঘুরে দাঁড়ানোর শক্তিকে তুলে ধরা হয়। আর রোববার দেখানো হবে অনুষ্ঠানটির শেষ পর্ব। এ অনুষ্ঠানটি তৈরি হয়েছে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও ইউরোপিয়ান কমিশনের ‘হিউম্যানিটারিয়ান এইড’ ডিপার্টমেন্ট।
৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস