স্পোর্টস ডেস্ক: কে জানান তো ? শনিবার ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগ (আইপিএল) নিলামে কোটিপতি হবেন ঋষভ পন্ত। এদিন তার জন্য জোড়া সাফল্যে ভেসে আসবে। শনিবার আইপিএলের নিলামে কোটিপতি হয়েছেন ভারতীয় অর্নূধ্ব-১৯ দলের এ ক্রিকেটার। নিলামে দিল্লি ডেয়ারডেভিলস ঋষভ পন্তকে কিনে নেন ১ কোটি ৯০ লক্ষ রুপিতে। আর এদিনই বাংলাদেশে চলামান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে তুললেন ঋষভ। তাঁর সেঞ্চুরিতে ভর করেই কোয়ার্টার ফাইনালে নামিবিয়াকে ১৯৭ রানে হারাল টিম ইন্ডিয়া।
শনিবার শনিবার ফতুল্লায় স্টেডিয়ামে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ঋষভের দুর্ধর্ষ ব্যাটিংয়ের ওপর ভর করে ৬ উইকেটে ৩৪৯ তোলে ভারত। ওপেনিং করতে নেমে এদিন ৯৬ বলে ১১১ রান করেন তিনি। দিল্লির এই উইকেটকিপার-ব্যাটসম্যানের ইনিংস সাজানো ছিল ১৪টি চার ও দুটি ছক্কায়। বস্তুত, এ আগের ম্যাচেও বিস্ফোরক ছিলেন ঋষভ। মাত্র ২৪ বলে ৭৮ রান করেছিলেন তিনি। ম্যাচসেরা পুরস্কারও জিতেন তিনি। এর ঘণ্টা খানিক পর বেঙ্গালুরুতে আইপিএল নিলামে ঋষভকে ঘিরে টানিটানি হয়। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে প্রবল টক্কর দিয়ে তাঁকে ১ কোটি ৯০ লক্ষ রুপির বিনিময়ে তুলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস।
৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস