শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৫১:০৬

বাবা কাঁপিয়েছেন রূপালী পর্দা, ছেলে কাঁপাতে আসছেন আসন্ন আইপিএল

বাবা কাঁপিয়েছেন রূপালী পর্দা, ছেলে কাঁপাতে আসছেন আসন্ন আইপিএল

স্পোর্টস ডেস্ক: কে এ তারকা? যার বাবা কাঁপিয়েছেন রূপালী পর্দা, ছেলে কাঁপাতে আসছেন আসন্ন ইন্ন্ডিয়ান সুপার লিগ আইপিএলের নবম তম আসর। শনিবার ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগ (আইপিএল) নিলাম অনুষ্ঠানে সবাইকে অবাক করে দিয়েছেন মুরুগান অশ্বিন। তিনি খেলবেন মহেন্দ্র সিংহ ধোনির দল রাইজিং পুণে সুপারজায়ান্টের হয়ে।

আজ সকালে আইপিএলের নিলাম শুরু হওয়ার আগে মুরুগান অশ্বিনের প্রাইস ছিল ১০ লাখ। আর সেই মুরুগানকে ধোনির দল রাইজিং পুণে সুপারজায়ান্ট কিনে নিয়েছেন  ৪কোটি ৫ লাখ রুপিতে।

মুরুগান হলেন এক অশ্বিন লেগ স্পিনার অল রাউন্ডার ক্রিকেটার। তামিল নাড়ুর হয়ে খেলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে খুব একটা পরিচিত নাম না-হলেও, ২০১৫-১৬ সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি প্রতিযোগিতায় নজর কাড়েন তিনি। ৬ ম্যাচে ২৩ ওভার বল করেন উইকেট পেয়েও মুরুগানআইপিএল টিমেরনজরে পড়েন।

মুরুগান অশ্বিনের হলেন বাবা তামিল নাড়ুতে বিখ্যাত অভিনেতা। যিনি সুপারহিট তামিল ছবি বিল্লা ২-র ডায়ালগ লিখেছেন এরা মুরুগান। পিতার লেখা স্ক্রিপ্ট তামিল মুলুক কাঁপিয়েছিল। এবার আইপিএল কাঁপাতে আসছেন বিখ্যাত বাবার ছেলে মুরুগান অশ্বিন।
৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে