শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:১৮:২০

হায়দারাবাদের দাবি কাটার মুস্তাফিজ আমাদের কেনা সেরা খেলোয়াড়

হায়দারাবাদের দাবি কাটার মুস্তাফিজ আমাদের কেনা সেরা খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক: আজ সকাল থেকেই ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম আসরের নিলামে নজর ছিল বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের। পাঁচ বাংলাদেশি পাঁচ ক্রিকেটারের মধ্যে নিলামে কাটার বয় মুস্তাফিজকে কেনে নেন যুবরাজ সিংয়ের দল সানরাইজার্স হায়দারাবাদ। সাতক্ষীরার এই ছেলেকে পেয়ে বেশ উচ্ছ্বসিত সানারাইজার্সের মেন্টর ভিভিএস লক্ষ্মণ।

বাংলাদেশি এই পেসারকে দলে জড়াতে পেরে সানরাইজার্সের মেন্টর ভিভিএস লক্ষ্মণ বলেন, মুস্তাফিজুর রহমান আমাদের কেনা সেরা খেলোয়াড়। তার মতো বোলার পেয়ে আমরা দারুণ সন্তুষ্ট। আমাদের দলে এমনিতেই ভালো মানের কয়েকজন পেসার রয়েছে। তবে মুস্তাফিজুরের মতো বোলার পাওয়া আমাদের জন্য অবশ্যই বিশেষ কিছু।

তিনি আরো বলেন, নিলামের বাজারে মুস্তাফিজ যে ঝড় তুলবেন সেটি আগে থেকেই সবার ধারণা ছিল। তবে ১ কোটি ৪০ লাখ রুপির চেয়েও যে আরও বেশি মূল্য পাওয়ার যোগ্যতা রাখেন সেটি মনে করছেন লক্ষ্মণও। ভারতের সাবেক এই তারকা বলেন, মুস্তাফিজ সম্ভবত এর চেয়ে বেশি দাম পাওয়ার যোগ্য। কিন্তু দেখুন, আমরা তাকে ভালো দামেই পেয়েছি। সুতরাং, সে অবশ্যই আমাদের ক্রয়কৃত সেরা খেলোয়াড়দের একজন। তথ্য সূত্র - বাংলাদেশের খেলা
৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে