স্পোর্টস ডেস্ক: গত বুধবার দুবাইয়ে আইসিসির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে বিলুপ্ত হতে যাচ্ছে ‘তিন মোড়ল’প্রথা। তবে দেশে ফিরে শনিবার ভিন্ন সুরে কথা বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, নিরেপক্ষ চেয়ারম্যান পেতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সদ্য সমাপ্ত আইসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হাসান বলেন, ‘এতদিন যেটা হয়েছে এসেছে, আইসিসির চেয়ারম্যান যিনি, তিনি আবার একটি বোর্ডেরও প্রতিনিধিত্ব করেন। উদাহরণস্বরূপ আগের চেয়ারম্যান ছিলেন শ্রীনিবাসন সাহেব। উনি আইসিসির বোর্ডে ভারতীয় বোর্ডেরও প্রতিনিধিত্ব করতেন। এটাতে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হতে পারে। কারণ আইসিসির চেয়ারম্যান হবেন নিরপেক্ষ, সবার জন্য সমান। একটি নির্দিষ্ট দেশের প্রতিনিধিত্ব তো তিনি করতে পারেন না। সে জন্যই ব্যাপারটিতে একটি পরিবর্তন আনা হয়েছে। আইসিসির চেয়ারম্যান যেদিন হবেন, সেদিনই তাঁর দেশের বোর্ডের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কোচ্ছেদ করতে হবে। এবং আইসিসির বোর্ডে ওই দেশের আরেকজন প্রতিনিধি আসবেন। ’
এদিকে বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে যে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আধিপত্য শেষ হচ্ছে! গঠনতন্ত্র ও প্রশাসনিক ক্ষমতায় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি। কিন্তু বিসিবি সভাপতি বললেন,‘বিগ থ্রি নিয়ে তো কিছুই হয়নি।` অর্থ সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনা হয়েছে দাবি করে নাজমুল হাসান আরও বলেন, ‘আইসিসিতে কোন দেশ কত টাকা পাবে, সেরকম একটি পারসেন্টিজ ঠিক করা আছে। সেখানে ওনার তরফ থেকে শশাঙ্ক মনোহর একটি অঙ্ক ছেড়ে দেওয়ার কথা বলেছেন। অংশটি ৬ শতাংশের মতো। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া যে পরিমাণ টাকা পাচ্ছিল, তাই পাচ্ছে। কোনো পরিবর্তনই নেই। এখন ধরুন বাংলাদেশ পায় ৮.৭ পারসেন্ট। সেখান থেকে আমি যদি বলি যে আমার অংশ থেকে পয়েন্ট ৭ পারসেন্ট ছেড়ে দিলাম, এটা তো আমার ব্যাপার। এখানে তো বিগ থ্রি’র কর্তৃত্বের কোনো ইস্যুই নেই। একটি দেশ তার পারসেন্টিজ থেকে কিছু ছেড়ে দিতে চায়, এখনো দেয়নি কিন্তু, বোর্ড অনুমোদন করলে দেবে।
৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস