শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৩৮:২৫

দুবাইয়ে বুম বুম আফ্রিদির সাথে বুম বুম তামিমের আলাপন

দুবাইয়ে বুম বুম আফ্রিদির সাথে বুম বুম তামিমের আলাপন

স্পোর্টস ডেস্ক: গতকাল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ডেসিংরুমে হঠাৎ সাক্ষাৎ হয়ে গেল পাকিস্তানি বুম বুম আফ্রিদির সাথে বাংলাদেশি বুম বুম তামিমের। কি আর করবে, আলাপন হয়ে গেল দুই ক্রিকেট গ্রেটের মধ্যে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর দ্বিতীয় দিনে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশি ম্যারকুটে ব্যাটসম্যান তামিম ইকবাল দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তান সুপার লিগে হাফ সেঞ্চুরি পান করেন।  তার এ সেঞ্চুরির (৫১ রান) উপর ভরে করে শহীদ আফ্রিদির দল পেশোয়ার জালমি জয় লাভ করে। 

প্রথম ম্যাচে শক্তিশালী দল ইসলামাবাদ ইউনাইটেড বিপক্ষে জয় পাওয়ার পর তামিমকে ধন্যবাদে দিতে ডেসিংরুমে আসেন পাকিস্তানি টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। টাইগার তামিমও আফ্রিদিকে কাছে পেয়ে জানিয়ে দিলেন তার না বলার অনেক কথা।

আফ্রিদিকে তামিম ইকবাল বলেন তার ছোটবেলায় স্বপ্নের কথা। তিনি শহীদ আফ্রিদির দারুণ ভক্ত। এমনকি বরাবরই তিনি পাকিস্তান টি-টোয়েন্টি দলের এই বর্তমান অধিনায়কের কেশবিন্যাস অনুকরণ করতে চাইতেন।  তামিম বললেন, ‌আফ্রিদি আমার ছোটবেলার নায়ক। ছোটবেলা থেকে দারুণ লাগতো ওকে। ওর চুলের স্টাইলটা ফলো করতাম ওই সময় থেকেই।

প্রথমবারের মত দুবাইয়ের মাটিতে খেলতে এসেছেন তামিম। এটাও তার কাছে স্বপ্নপূরনের মত ব্যাপার। বললেন, ‌'দুবাইয়ের মাঠগুলো আমার দারুণ পছন্দের। এবারই প্রথম এখানে খেলতে এসেছি। দারুণ অভিজ্ঞতা বলা যায়। তামিমের  আগে এদিনই লাহোর ক্যালেন্ডার্সের বিপক্ষে করাচি কিংসের  হয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে হাফসেঞ্চুরি করেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান

৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে