স্পোর্টস ডেস্ক: বেঙ্গালুরুতে শনিবার সকালে শুরু হয় ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের নিলাম। প্রথম দিনে এ নিলামে স্থান পেয়েছে ৩৫১ জন খেলোয়াড়। এর মধ্যে ২৩০ জন ভারতীয় ও ১২১ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। এবারের আসরে দি গুজরাট লায়ন্স ও দি রাইজিং পুনে সুপারজায়ান্টস নামে নতুন দুটি দল এসেছে দু’টি। এক নজরে দেখে নিন, আইপিএলে প্রথম দিনের নিলামে কাকে পেলো কোন দল।
কেভিন পিটারসন - ৩.৫ কোটি টাকায় রাইজিং পুনে সুপারজায়ান্টস। ডোয়েন স্মিথ - ২.৩ কোটি টাকায় গুজরাট লায়ন্স। ইশান্ত শর্মা - ৩.৮ কোটি, পুণে। শ্যান ওয়াটসন - ৯.৫ কোটি, রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আশিস নেহরা - ৫.৫ কোটি, সানরাইজার্স হায়দরাবাদ। যুবরাজ সিং - ৭ কোটি, হায়দরাবাদ। ডেল স্টেইন - ২.৩ কোটি, গুজরাট।
নিলামে কেনা অলরাউন্ডাররা হলেন- ইরফান পাঠান - ১ কোটি, পুনে। ক্রিস মোরিস (দক্ষিণ আফ্রিকা) - ৭ কোটি, দিল্লি। কলিন মুনরো (নিউজিল্যান্ড) - ৩০ লাখ, কলকাতা। স্টুয়ার্ট বিনি - ২ কোটি, ব্যাঙ্গালোর। মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) - ৪.৮ কোটি, পুণে।
নিলামে বিক্রি হওয়া উইকেট কিপারদের মধ্যে- সঞ্জু স্যামসন - ৪.২ কোটি, দিল্লি ডেয়ারডেভিলস। জো বাটলার (ইংল্যান্ড) - ৩.৮ কোটি, মুম্বাই ইন্ডিয়ান্স। দিনেশ কার্তিক - ২.৩ কোটি, গুজরাট।
নিলামে বিক্রি হওয়া ফাস্ট বোলাররা- ধবল কুলকার্নি - ২ কোটি, গুজরাট। জন হেস্টিংস (অস্ট্রেলিয়া) - ১.৩ কোটি, কলকাতা। প্রবীণ কুমার - ৩.৫ কোটি, গুজরাট। টিম সাউদি (নিউজিল্যান্ড) - ২.৫ কোটি মুম্বাই। মোহিত শর্মা - ৬.৫ কোটি, পাঞ্জাব।
৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস