রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৪৩:৫৬

আইপিএল নিলামে সবচেয়ে দামী শেন ওয়াটসন!

আইপিএল নিলামে সবচেয়ে দামী শেন ওয়াটসন!

স্পোর্টস ডেস্ক : গড়াপেটা কেলেঙ্কারীতে তার আগের দল চেন্নাই সুপার কিং নিষিদ্ধ হয়েছে। দল বদলে মহেন্দ্র সিং ধোনি এখন রাইজিং পুণে সুপার জায়ান্টসে। ড্রাফটে ধোনি, অজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, ফ্যাফ দু’ প্লেসি, স্টিভেন স্মিথকে তুলে নিয়েছিল পুণে। শনিবারের নিলামে কাদের পেল পুণে?

এখনও পর্যন্ত যা দল, তা এরকম— কেভিন পিটারসেন (৩.৫ কোটি), ইশান্ত শর্মা (৩.৮ কোটি), ইরফান পাঠান (১ কোটি), মিচেল মার্শ (৪.৮ কোটি), আরপি সিং (৩০ লাখ), অঙ্কিত শর্মা (১০ লক্ষ), রজত ভাটিয়া (৬০ লক্ষ), ঈশ্বর পাণ্ডে (২০ লক্ষ), মুরুগান অশ্বিন (৪.৫ কোটি), অঙ্কুশ বেইন্স (১০ লক্ষ)।
৩.১০: ১ কোটি ৫০ লক্ষে অঙ্কিত রাজপুতকে কিনল কেকেআর

৩.০২: সাড়ে ৮ কোটিতে পবন নেগিকে কিনল দিল্লি ডেয়ারডেভিলস নিলামে সবথেকে দামি ভারতীয় ক্রিকেটার পবন নেগি

২.৩৬: অনূর্দ্ধ-১৯ ব্যাটসম্যান  ঋষভ পন্থকে ১ কোটি ৯০ লক্ষে কিনল দিল্লি

দল পাননি বাংলার অশোক দিন্দা, মনোজ তিওয়ারি, প্রজ্ঞান ওঝা

২.২৫: করুণ নায়ারকে ৪ কোটি টাকায় কিনল দিল্লি

অবিক্রীত রইলেন ক্যামেরন হোয়াইট,তামিম ইকবাল, মার্লন স্যামুয়েলস,শন টেট

১২.২৫: ১ কোটি ৩০ লক্ষ টাকায় জয়দেব উনাদকাটকে দলে নিল কেকেআর

১২.২২: ১ কোটি ৪০ লক্ষ টাকায় পেসার মুস্তাফিজুরকে কিনল হায়দরাবাদ

১১.৫০: ৭ কোটিতে দিল্লি কিনল ক্রিস মরিসকে।

১১.৪১: সাড়ে ৬ কোটিতে চেন্নাই থেকে পঞ্জাবে গেলেন পেসার মোহিত শর্মা

১১.২৮ : ২.৫ কোটি টাকায়  টিম সাউদি গেলেন মুম্বইতে

১১.২৫ : ৩.৫ কোটিতে প্রবীণ কুমারকে দলে নিল গুজরাট লায়নস

১১.২০: ১ কোটি ৩০ লক্ষ টাকায় জন হেস্টিংসকে দলে নিল কেকেআর

দল পেলেন না ডারেন সামি, ব্র্যাড হাডিন

১১.১৪: মিচেল মার্শ ৪ কোটি ৮০ লক্ষ টাকায় গেলেন পুণের টিমে।

১১.১২: ২ কোটি টাকায় স্টুয়ার্ট বিনিকে কিনল আরসিবি।

১১.১০: সাড়ে ৯ কোটিতে শেন ওয়াটসনকে কিনল আরসিবি।

১১.০৩ : ১ কোটি টাকায় ইরফান পাঠানকে কিনে নিল পুণে।

১০.৫০: ২ কোটি ৩০ লক্ষ টাকায় গুজরাট কিনল দীনেশ কার্তিককে।

১০.৪০: সঞ্জু স্যামসাং গেলেন দিল্লি ডেয়ার ডেবিল্‌সে ৪ কোটি ২০ লক্ষ টাকায়।

১০.৩১ বিক্রি হলেন না হাশিম আমলা

এখনও পর্যন্ত আনসোল্ড হলেন মার্টনি গাপ্তিল আর অ্যারন ফিঞ্চ।

১০.১১: ডেল স্টেইন গেলেন গুজরাট লায়ন্সে ২ কোটি ৩০ লক্ষ টাকায়।

১০.০৭: সানরাইজার্স হায়দরাবাদে গেলেন যুবরাজ সিংহ ৭ কোটি টাকায়।

১০.০২: আশিস নেহরা গেলেন সানরাইজার্স হায়দরাবাদে, সাড়ে ৫ কোটি।

৯.৫৪: সাড়ে ৯ কোটি টাকায় শেন ওয়াটসন গেলেন রয়্যা্ল চ্যালেঞ্জার্স, ব্যাঙ্গালোরে।

৯.৪৭: ইশান্ত শর্মা গেলেন পুণের টিমে, ৩ কোটি ৮০ লক্ষ টাকায়।

৯.৪২: ডয়েন স্মিথ গেলেন গুজরাট লায়্ন্‌সে।

৯.৩৯: সাড়ে ৩ কোটিতে কেভিন পিটারসন গেলেন রয়্যাল পুণে সুপার জায়ান্ট্‌সে।

শুরু হল ২০১৬ আইপিএল নিলাম। নজরকাড়া মার্কিদের মধ্যে আছেন যুবরাজ সিংহ, ইশান্ত শর্মা, কেভিন পিটারসেন।

সর্বোচ্চ বেস প্রাইস পেয়ে শীর্ষে রয়েছেন যুবরাজ সিংহ, ইশান্ত শর্মা, কেভিন পিটারসেন, আশিস নেহেরা, দীনেশ কার্তিক, মিচেল মার্শ, শেন ওয়াটসন। আইপিএলে এবার নতুন দুই দল- গুজরাট ও পুণে।
৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে