স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লীগে (পিএসএল) নিজেদের প্রথম ম্যাচের মতই জ্বলে উঠলো তামিমের ব্যাট। ৪৭ বলে ৭টি বাউন্ডারি হাঁকিয়ে ৫৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যমাত্রায় নিয়ে যান এই টাইগার। ফলে ম্যাচ সেরা হন তামিম।
বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যানের দৃঢ়তায় টানা দ্বিতীয় জয় পেয়েছে পেশাওয়ার জালমি। শনিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৯ উইকেটে জয় তুলে নিল শহিদ আফ্রিদির দল।
মোহাম্মদ হাফিজের (৪৩) সঙ্গে ৯৫ রানের উদ্বোধনী জুটিতে দলকে সহজ জয়ের ভিত গড়ে দেন তামিম। হাফিজের বিদায়ের পর ডেভিড মালানকে (১০*) নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।
টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন লাহোরের ক্রিস গেইল। চার রানের মধ্যে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে লাহোর। ব্রাভো ও আজহারের কল্যাণে সেই ধাক্কা কাটিয়ে লড়াইয়ের পুঁজি গড়তে পারেনি দলটি। ডোয়াইন ব্রাভোর ৩২, অধিনায়ক আজহার আলির ৩১ ও উমর আকমলের ২১ রানের সুবাদে একশ’ পার হয় লাহোরের সংগ্রহ।
৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস