সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৫:৫৯

ক্রিকেটে ঘটলো এক বিস্ময়কর নো বলের ঘটনা

ক্রিকেটে ঘটলো এক বিস্ময়কর নো বলের ঘটনা

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ম্যাচে ‘নো বল’ হবে, এটা স্বাভাবিক কথা। মাঝে মাঝে এই নো বল হয়েছে কি না, তা নিয়ে নানা বিতর্ক হয়ে থাকে। তবে শনিবার (২ ডিসেম্বর) টি-টেন লিগে এক নো বল দেখে সবাই তা নিয়ে সন্দেহ করছে।

শনিবার রাতে নর্দান ওয়ারিয়র্স ও চেন্নাই ব্রেইভসের মধ্যকার ম্যাচে ঘটেছে বিস্ময়কর নো বলের ঘটনা। ওয়ারিয়র্সের ভারতীয় পেসার অভিমন্যু মিথুন ২ ওভার বল করে ১১ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। সেই অভিমন্যু একটা নো বল দিয়েছেন যেটির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা গেছে ক্রিজের থেকে অনেক এগিয়ে প্রায় দুই ফুট বাইরে থেকে বল করছেন তিনি। এত বড় ওভার স্টেপিং হওয়া অস্বাভাবিক। সেটি দেখে সমালোচনার তির ধেয়ে যাচ্ছে মিথুনের দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই নো বলের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সবাই এ নিয়ে প্রশ্ন তুলছে। অনেকেই এর সমালোচনা করছে।

বেশ বিতর্ক রয়েছে আবুধাবি টি-টেন লিগ নিয়ে। এই লিগে খেলা বেশকিছু ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলমান। গত সেপ্টেম্বরে বাংলাদেশের সাবেক অলরাউন্ডার নাসির হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আনে আইসিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে