রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫৬:২৮

তামিমও বুমবুম আফ্রিদির ভক্ত

তামিমও বুমবুম আফ্রিদির ভক্ত

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের তারকা ব্যাটসম্যান ‘বুমবুম’ খ্যাত শহীদ আফ্রিদির দারুণ ভক্ত বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল খান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আফ্রিদিদের দলের হয়ে মাঠ কাঁপাচ্ছেন তামিম। অভিষেক ম্যাচেই খেলেছেন ৫১ রানের ইনিংস।

এ বিষয়ে তামিম বলেন, ‘আমি ছোটবেলা থেকেই শহীদ আফ্রিদির দারুণ ভক্ত। এমনকি আমি বরাবরই আফ্রিদির অনুকরণ করি। বিশেষ করে আফ্রিদির কেশবিন্যাস আমার ভীষণ প্রিয়।

দুবাইয়ে ম্যাচ শুরু আগে তামিম আরও বলেন, ‌'আফ্রিদি আমার ছোটবেলার নায়ক। ছোটবেলা থেকে ওকে দারুণ লাগতো। ওর চুলের স্টাইলটা ফলো করতাম ওই সময় থেকেই।'

প্রথমবারের মত দুবাইয়ের মাটিতে খেলতে এসেছেন তামিম। এটাও তার কাছে স্বপ্নপূরনের মত ব্যাপার। বললেন, ‌'দুবাইয়ের মাঠগুলো আমার দারুণ পছন্দের। এবারই প্রথম এখানে খেলতে এসেছি। দারুণ অভিজ্ঞতা বলা যায়।'
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে