রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২২:৫৬

মুস্তাফিজসহ দুই ক্রিকেটার ২১ বছর বয়সের আগেই কোটিপতি

মুস্তাফিজসহ দুই ক্রিকেটার ২১ বছর বয়সের আগেই কোটিপতি

স্পোর্টস ডেস্ক: সাতক্ষীরায় জন্মগ্রহণকারী বাংলাদেশের উদীয়মান ক্রিকেটারের নাম মুস্তাফিজুর রহমান। যিনি অভিষেক ম্যাচেই চমক দেখিয়ে তার প্রতিভার বারুদ ছড়িয়েছিলেন। বিশ্বে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি তার জীবনের প্রথম দুই ম্যাচে এগারোটি উইকেট লাভ করেছিলেন। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে (আইপিএল) মুস্তাফিজকে নিয়ে যে কাড়াকাড়ি হবে বলে তা ধরেই নেয়া হয়েছিল।

মুস্তাফিজ আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ কাঁপাবেন। ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে তারা। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের নবম আসরে এই দলটির হয়েই খেলবেন ২০ বছর বয়সী বাঁহাতি পেসার।

অন্যদিকে, নবম আইপিএলের নিলামে ২১ বছর পার হওয়ার আগে আরও একজন ক্রিকেটার কোটিপতি হয়েছেন। ঋষভ নামের ওই ক্রিকেটার অবশ্য একজন ভারতীয়। তাকে ১ কোটি ৯০ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

ঋষভ চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে তুলতে দারুণ ভূমিকা রেখেছেন। তার সেঞ্চুরিতে ভর করেই কোয়ার্টার ফাইনালে নামিবিয়াকে ১৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইন্ডিয়া।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে