স্পোর্টস ডেস্ক : না, তামিম ইকবাল বিশ্ব ক্রিকেটের আইকনদের অর্থ কড়ি কেড়ে নেননি। তিনি শুধু ওপেনার হিসাবে ব্যাট হাতে নেমেছেন শহীদ আফ্রিদির দলের হয়ে।
আর এর সুবাধেই এই রহস্য বালক দেশের ক্রিকেট ভক্তদের জন্য বয়ে এনেছেন অনাবিল আনন্দ-উচ্ছ্বাস। তবে কেঁদেছেন কিছু বিশ্ব তারকা!
অ্যান্ড্রে রাসেল সম্পর্কে হয়তো জানা আছে সবারই। এই রাসেলতে মাঠেই হতাশ করেন টাইগায় তামিম। পেশোয়ার জামমির হয়ে তামিম ব্যাট করতে নামেন লাহোর কান্দাহারের বিপক্ষে।
পাকিস্তানের জাতীয় দলের গ্রেট ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে লাহোরের দেয়া টার্গেটের বিপক্ষে ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল।
হাফিজ বিদায় নেন দলীয় ৯৫ রানে। তামিম অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ৯ উইকেটে জয় জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল।
দলের সর্বোচ্চ রান সংগ্রহ করেন (৫৫) তিনি। নিজ দলের চমকপ্রদ বোলিং আক্রমণের দিনে ম্যাচ সেরা করা হয় তামিম ইকবালকে।
ক্রিস গেইল, রাসেল ও ডুয়াইন ব্রাভোর মত তারকাকে কাঁদিয়েছেন তিনি। তামিমের ব্যাটে দল পেয়েছে দ্বিতীয় জয়। এর আগে ম্যাজে গেইলরা হারে সাকিবের ব্যাটে।
তামিমের ব্যাটে টানা দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়ে তারা। পাকিস্তানের সুপার লিগে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় রয়েছেন রয়েল বেঙ্গল টাইগার তামিম ইকবাল।
৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর