রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:০৩:৪৭

আতলেতিকো মাদ্রিদ এবার বার্সাকে ছুঁয়ে ফেললো

আতলেতিকো মাদ্রিদ এবার বার্সাকে ছুঁয়ে ফেললো

স্পোর্টস ডেস্ক: লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনাকে এবার ছুঁয়ে ফেলেছে আতলেতিকো মাদ্রিদ। শনিবfর রাতে ঘরের মাঠে ‘এইবার’এর বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে দিয়েগো সিমেওনের দল। এই জয়ের ফলে ২৩ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৫১। বার্সেলোনার পয়েন্টও সমান ৫১, তবে বার্সা অবশ্য দুটি ম্যাচ কম খেলেছে।

ম্যাচে সবকটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। এই অর্ধের প্রথম মিনিটেই স্প্যানিশ স্ট্রাইকার কেকোর গোলে এগিয়ে যায় এইবার। নয় মিনিট বাদেই অবশ্য আতলেতিকোকে সমতায় ফেরান উরুগুয়ের ডিফেন্ডার হোসে হিমেনেস।

এরপর ৬৩তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার সাউলের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় আতলেতিকো। আর যোগ করা সময়ে ছয় গজ দূর থেকে বল জালে জড়িয়ে আতলেতিকোর জয় নিশ্চিত করেন ফের্নান্দো তরেস।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে