বুধবার, ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৪:০২:০৯

স্পিনেই পাল্টা আক্রমণ, ২ রানের ব্যবধানে ২ উইকেট নেই নিউজিল্যান্ডের

স্পিনেই পাল্টা আক্রমণ, ২ রানের ব্যবধানে ২ উইকেট নেই নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের স্পিন বিষে মাত্র ১৭২ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। অল্প পুঁজি নিয়ে মিরপুরের বধ্যভূমিতে চেনা অস্ত্র সেই স্পিনেই পাল্টা আক্রমণ স্বাগতিকদের। প্রথম ব্রেকথ্রু এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। তার দেখানো পথে হাঁটলেন সিলেট টেস্টের নায়ক তাইজুল ইসলাম।

দলীয় ২০ রানে প্রথম উইকেট পতনের পর স্কোরবোর্ডে আরও ২ রান যোগ করতেই দুই ওপেনারকে হারিয়েছে সফরকারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২২ রান।

ইনিংসের ষষ্ঠ ওভারে মিরাজের হাত ধরে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। টাইগার এই অলরাউন্ডারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ঠিক বুঝতে পারেননি ডেভন কনওয়ে। ছেড়ে দেওয়া বল সোজা স্টাম্পে গিয়ে আঘাত হানে। সাজঘরে ফেরার আগে ১১ বলে ১৪ রান করেছেন কিউই ওপেনার। 

মিরাজের পর উইকেটের দেখা পেলেন তাইজুলও। অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারি টম ল্যাথামের ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে। সেখানে দারুণ ক্যাচ তালুবন্দী করেন উইকেটকিপার নুরুল হাসান সোহান। পরপর দুই ওভারে মাত্র ২ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারাল কিউইরা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে