রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩৬:২৮

মিরপুর স্টেডিয়ামে যে বিপদে পড়েছে ইংল্যান্ডের ক্রিকেটাররা

মিরপুর স্টেডিয়ামে যে বিপদে পড়েছে ইংল্যান্ডের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের লড়াই চলছে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। যুব বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

কে কাকে হারাবে এমন ম্যাচে ক্রিকেটের জনক দেশ ইংল্যান্ডকে বিপদের মুখে ঠেলে দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বোলিং আক্রমণে ৪৭ রানে মূল ৩ ব্যাটসম্যানকে হারিয়েছে ইংল্যান্ড।

সর্বশেষ রিপোর্টে ৪ উইকেট হারানোর পাশাপাশি রানের চাকা খুবই শ্লথ। ২৩ ওভারে দলীয় রান মাত্র ৮২। শ্রীলঙ্কার ফার্নান্ডো ২টি উইকেট শিকার করেন।

সিলভা ও আশালাঙ্কাও উইকেট পান। এই দুই দেশের মধ্যে যে দল জয় পাবে সেমিফাইনালে যাবে সে দল। বাংলাদেশ ও ভারত সেমিফাইনাল নিশ্চিত করেছে এর আগে।

সেমিফাইনালে যাওয়া তৃতীয় দেশটির নাম জানা যাবে এই ম্যাচের ফলাফলে।
৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে