রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৭:৪৭

পিএসএলে ম্যাচ সেরা হওয়া তামিমের সাথে অশোভন আচরণ করলেন রমিজ রাজা, নিন্দার ঝড়

পিএসএলে ম্যাচ সেরা হওয়া তামিমের সাথে অশোভন আচরণ করলেন রমিজ রাজা, নিন্দার ঝড়

 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ৩ জন তারকা ক্রিকেটার পাকিস্তানের সুপার লিগে খেলতে যান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় ঘটে অবাক কাণ্ড।

বিতর্কের নায়ক সেই পুরনো খলনায়ক। বাংলাদেশের ক্রিকেট নিয়ে এর আগে নানা আপত্বিকর মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেট ছেড়ে দেয়া উচিৎ বলেও এর আগে মন্তব্য করেন রমিজ।

সাকিব এক ম্যাচে ম্যাচ সেরা হন। পুরস্কার গ্রহণ করার সময় সাকিবকে রীতিমত অপমান করেন রমিজ রাজা। এর পরে পেশোয়ার জামমির হয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ম্যাচ সেরা হন তামিম ইকবাল।

পুরস্কার গ্রহণ করার সময় তামিমকে বোকা বানানোর কাজটা করেন রমিজ রাজা। বাংলাদেশের ক্রিকেটারদের যে তিনি সহ্য করতে পারেন না সে চিত্র প্রকাশ পায় তার আচরণে।

রমিজ রাজার আচরণে ক্ষুব্ধ ক্রিকেট মহল। ক্রিকেটপ্রেমীদের রোষানলে এখন রমিজ রাজা। এ দিন চালাকির মাত্রা ছাড়িয়ে যান তিনি।

তামিম পুরস্কার নিতে আসলে উর্দুতে পারদর্শি রমিজ বলেন, আমি তো বাংলায় কথাই বলতে পারি না এখন কি হবে?

বিব্রতকর পরিস্থিতিতে পড়েন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। পরে রমিজ রাজা বলেন, আচ্ছা ইংরেজি আছে তো। এখন ইংরেজিতে হোক। বাংলা ভাষা নিয়ে রমিজ রাজার এমন উক্তিকেও ভালোভাবে গ্রহণ করা হচ্ছে না।
৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে