রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৫৭:৪২

তামিমকে উর্দুতে কথা বলার প্রস্তাব দিলেন রমিজ রাজা!

তামিমকে উর্দুতে কথা বলার প্রস্তাব দিলেন রমিজ রাজা!

স্পোর্টস ডেস্ক : আক্রোস বিষে পরিণত হয়েছে তাদের। একে একে বেরিয়ে আসছে অনেক তথ্য। পাকিস্তানের সুপার লিগে খেলতে গিয়ে শুধু নিজেরাই অপমাণিত হয়নি টাইগার ক্রিকেটাররা।

এবার অবাক করেছেন কোটি কোটি টাইগারভক্তদের। বিকর্কিত বক্তব্যরও একটি সীমা থাকে কিন্তু তামিম ইকবালকে নিয়ে নিয়ে এই মাত্রা ছাড়িয়ে যান পিসিবির এক কর্মকর্তা।

তামিম ইকবালের ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করার সময় যেটা ঘটে তা কোনো সাধারণ ঘটনা নয়। অনেক সুদূরের ঘটনা এটি।

বাংলা ভাষায় কথা বলতে না জানা রমিজ তামিমকে যেন উর্দু বলার দেন! এর আগে রমিজ তামিমের সাথে ইংরেজিতে কথা বলেছেন।

শনিবারের ম্যাচে সে বিষয় কেন মনে থাকবে না রমিজের? তামিম ইংরেজিতে কথা বলতে পারেন না বলে ধারনা ছিল তার।

কথা বলার সময় রমিজ তামিমকে বলেন, ইংরেজি কি চলবে? নাকি অন্য কিছু? আলোচনায় তার এই উক্তি। এখানে অন্যকিছু আসলে কি?

রমিজের ধারনা ছিল ইংরেজি জানেন না তামিম। আর বাংলাতো বুঝেনই না রমিজ। তবে অন্য কিছু বলতে তিনি আসলে কি বুঝাতে চেয়েছেন?

রমিজ রাজা তাহলে তামিমকে যেন উর্দুতেই কথা বলতে বলেছেন! আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১০ বছরের অভিজ্ঞ ও ইংলিশ মিডিয়ামে পড়ুয়া এক সময়ের মেধাবি শিক্ষার্থী তামিমকে অপমান করে তুমুল আলোচনায় এই বিতর্কিত রমিজ।
৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে