রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৫৬:৫০

বিশ্বকাপে ইংল্যান্ডের সব স্বপ্ন চুরমার করে বাজিমাত দেখাল শ্রীলঙ্কা

বিশ্বকাপে ইংল্যান্ডের সব স্বপ্ন চুরমার করে বাজিমাত দেখাল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : গুরুত্বপূর্ণ একটি ম্যাচে মাঠে নামে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। জয় পাওয়ার কোনো বিকল্প ছিল না নিজ নিজ দলের।

সকালের দিকে (রোববার) ইংল্যান্ডকে চেপে ধরে শ্রীলঙ্কা। ছোট মুরালিদের বোলিং আক্রমণে মিরপুরের স্টেডিয়ামে অগ্নিপরীক্ষায় পড়ে কুকদের অনুজরা।

কিন্তু লড়াই শেষ হওয়ার পরও মাথা উঁচু করতে পারেনি ইংল্যান্ড। বিশ্বকাপ যাত্রার সব স্বপ্ন শেষ তাদের। কোয়ার্টার ফাইনাল থেকেই ঝড়ে গেল ইংল্যান্ড।

টেইলরের ৪২ রানের সুবাধে সবকটি উইকেট হারিয়ে ৪৯ ওভারে ১৮৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। এই রানে প্রতিরোধ গড়তে পারেনি ইংল্যান্ড।

শ্রীলঙ্কার বোলার সিলভার দাপট ছিল সবচেয়ে বেশি। তিনি ৩ উইকেট শিকার করেন। অন্যদের মধ্যে ২ উইকেট শিকার করেন ম্যাচ সেরা হওয়া ফার্নান্দো।

ফার্নান্দোর ৯৫ রানের ইনিংস খেলার এই ম্যাচে শ্রীলঙ্কা জয় পায় ৬ উইকেটে। জয় পাওয়ার জন্য লঙ্কানদের মাঠে থাকতে হয় ৩৫ ওভার ৪ বল পর্যন্ত।

এখন সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারতের বিপক্ষে।
৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে