স্পোর্টস ডেস্ক: মেসি-নেইমার আর সুয়ারেজের যৌথ প্রচেষ্টায় ন্যু ক্যম্পে যেন এখন ভরা যৌবনা। একের পর এক জয় তুলে নিচ্ছে কোচ এনরিকের সৈনিকরা।
বার্সার এই তিন প্রাণভোমরাকে এবার দেখা গেল একই ফ্রেমে। লেভান্তের সাথে রোববার লিগের ম্যাচ খেলতে যাওয়ার পথে বার্সেলোনার বিমানবন্দরে ছবিটি তুলেছেন নেইমার।
চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটে চলছে এমএসএন জুটি। এই আক্রমণ ত্রয়ী চলতি মৌসুমে এখন পর্যন্ত করেছেন ৪৭ গোল। এবারের স্প্যানিশ লিগে ২১ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট বার্সেলোনার। দুটি ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট অ্যাটলেতিকো মাদ্রিদের। আর রোববার লেভান্তের সাথে জিতে অ্যাটলেতিকোর সাথে তিন পয়েন্টের ব্যবধান করার অপেক্ষায় বার্সা।
৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর