স্পোর্টস ডেস্ক : গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের ধুন্ধুমার বোলার ইয়াসির শাহের উপর ডোব গ্রহণের অভিযোগ আনে আইসিসি। এখন ডোব টেস্টের পরীক্ষা শেষ, আর ইয়াসির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
পরে তাকে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ করা হয়। পরীক্ষা শেষে ইয়াসির শাহের উপর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
না, শোয়েব আক্তারের মত বড় বিপদ ঘটেনি তার। মাত্র ৩ মাসের জন্যই মাঠে থাকা হচ্ছে না ইয়াসিরের। লঘু অপরাধ হিসাবে উঠে এসেছে তার বিষয়টি।
জানুয়ারি মাস পুরোই মাঠের বাইরে ছিলেন তিনি। ফেব্রুয়ারি মাস ও মার্চ মাসেও মাঠের থাকবেন এই বোলার। আইসিসি জানায় ২৭ মার্চ থেকে মাঠে ফিরতে পারবেন ইয়াসির শাহ।
তবে এর আগে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করবেন ইয়াসির। নয়া ঝামেলার কারণে পাকিস্তান দুটি বড় আসরে পাচ্ছে না তাকে।
জুনে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। এখানে দেখা যেতে পারে তাকে।
৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর