স্পোর্টস ডেস্ক: চোটের কারণে সিরিজ থেকে দূরে দক্ষিণ আফ্রিকার গতির দানব ডেইল স্টেইন। তাই অবসর সময়টাতে এক বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন জঙ্গলে। আর সেখানেই দেখা দিল বড় ধরণের বিপত্তি! ভয়ঙ্কর সাপ ব্ল্যাক মাম্বার মুখোমুখি পড়ে যান দু’জনে। বিধি ডান হওয়াতে কোন রকম জুট ঝামেলা পোহাতে হয়নি তাদের।
জোহানেসবার্গ থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ক্রুগার ন্যাশনাল পার্কে এক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই গতির দানব। হঠাৎ দেখতে পান এক নির্জন রাস্তায় একটা সাপ অর্ধ মৃতের মত পড়ে আছে। প্রথমে এটিকে নিরীহ ভাবলেও, পরক্ষণে বুঝতে পারেন এটি বিশ্বের ভয়ঙ্কর সাপ ব্ল্যাক মাম্বা।
তবে স্টেইন সেই ভয়ঙ্কর সাপকে দেখে পালিয়ে যাননি। বরং একটু দূরে বসে সাপটার ভিডিও করেছেন। পরে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটা পোস্ট করে লিখেছেন, ‘আমরা ভেবেছিলাম বেচারা কোনো গাড়ির ধাক্কায় আহত হয়েছে। তাই সাপটার রাস্তা পেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকি। আমাদের মনে হয়েছিল সেটা বাদামি রংয়ের কোনো বাস্তুসাপ। একটু কাছে যাওয়ার পর বুঝতে পারলাম আমরা কার সঙ্গে মোকাবিলা করছিলাম! মিস্টার ব্ল্যাক মাম্বা!’
তবে ভিডিওটা কেন পোস্ট করেছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন স্টেইন, ‘এই পোস্ট দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি না যে আমাদের কত সাহস আছে। বরং আমরা জানাতে চাচ্ছি কি নিয়ে ডিল করছেন জানা না থাকলে তা এড়িয়ে যাওয়াই ভালো। এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা।’
৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর