রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:১০:৫৫

যে কারণে ভারতের বিপক্ষে প্রথম টি-২০ম্যাচ খেলতে পারবেন না দিলশান

যে কারণে ভারতের বিপক্ষে প্রথম টি-২০ম্যাচ খেলতে পারবেন না দিলশান

স্পোর্টস ডেস্ক: ভারত মাটিতে আগামী মঙ্গলবার থেকে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ টি- টোয়েন্টি সিরিজ খেলবেন মহেন্দ্র সিং ধোনির দল। এ সিরিজে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শ্রীলংকান তারকা তিলকরত্বে দিলশানকে মাঠে পাচ্ছেন না ধোনিরা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হাতের ইনজুরির কারণে শ্রীলঙ্কার হয়ে কেলতে পারবেন তিনি। তবে তার স্থানে ইতোমধ্যেই দলে ডাকা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলাকে।

সম্প্রতী শেষ হওয়া সুপার টি২০ প্রাদেশিক টুর্নামেন্টের সেমিফাইনালে একটি ক্যাচ ধরার সময়ে দিলশান ইনজুরিতে পড়েন। মূলত পুরনো ইনজুরিই নতুন করে দেখা দিয়েছে। আশা করা হচ্ছে সোমবার থেকে দিলশান নেটে অনুশীলন শুরু করবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি রাঁচিতে দ্বিতীয় ম্যাচের আগে তাকে দলে আশা করছে শ্রীলংকান ক্রিকেট। আগামী ৯ ফেব্রুয়ারি পুনেতে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে, ১৪ ফেব্রুয়ারি বিশাকাপত্তমে হবে তৃতীয় ম্যাচ।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে