স্পোর্টস ডেস্ক : দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে রমিজ রাজা কিভাবে অপমান করেন সেটি হয়তো এখন সবারই জানা।
আর রেহাই পেয়ে যাননি রামিজ রাজা। তাকে পাল্টা জবাব দেয়া হয়েছে এরই মধ্যে। পরপর দুই দিন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে বিদ্রুপ করেন তিনি।
রমিজ রাজার ইউকিপিডিয়া পেজে আঘাত হেনেছে টাইগার ভক্তরা। সর্বশেষ রিপোর্ট মোতাবেক কমপক্ষে ৪০ বার পাল্টে দেয়া হয়েছে তার এই পেজ।
রমিজ রাজার নামই বদলে দিয়েছেন টাইগার ভক্তরা। রমিজ রাজার নামের যায়গায় লেখা হয়েছে রমিজ গাঁজা। শুধু এটাই নয় প্রতিবাদে তার রানের কীর্তির যায়গা মুছে দেয়া হয়েছে।
সব যায়গায় শূণ্য শূণ্য করে দেয়া হয়েছে। বাংলাদেশের বিপক্ষে তার ম্যাচের যায়গায় তাকে নিয়ে খেলা হয়েছে নানা সমালোচনা।
রমিজের পেজটি কারা পরিবর্তন করেছেন, তা ‘এডিট হিস্ট্রি’ থেকেই জানা যাচ্ছে। এটি ঠিক করার জন্য এখন পদক্ষেপ নিতে হবে উইকিপিডিয়া কর্তৃপক্ষকে।
৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর