স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে হায়দারাবাদের হয়ে খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের কাটার মাস্টার মুস্তাফিজের। ভিত্তিমূল্যের (৫০ লাখ রুপি) চেয়ে তিন গুণ বেশি দামে প্রায় এক কোটি ৬২ লাখ টাকায় (এক কোটি ৪০ লাখ রুপি) তাকে দলে ভিড়িয়েছে দলটি।
আইপিএলে দল পাওয়ার খবর শুনে প্রাথমিক প্রতিক্রিয়ায় মুস্তাফিজ জানান, ‘সুযোগ পেয়ে ভালো লাগছে। তবে এই মুহূর্তে আইপিএলের চেয়ে এশিয়া ও টি-টোয়েন্টি কাপের দিকেই মূল নজর।’
ইন্ডিয়ান এই হাই-বোল্টেজ আসরটিতে সুযোগ হবে কি হবে না । তা নিয়ে ভাবেননি মুস্তাফিজ। বললেন, 'আইপিএলে সুযোগ পাব কি পাব না, এ নিয়ে সেভাবে ভাবিনি। তবে সুযোগ পেয়ে ভালো তো লাগছেই। খেলার সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করব। তবে এ মুহূর্তে আমি আইপিএলের চেয়ে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই বেশি ভাবছি।'
৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর