স্পোর্টস ডেস্ক: রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের সুপার লিগের চতুর্থ দিনে নিজেদের তৃতীয় ম্যাচে বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের করাচি কিংসকে জয়ের জন্য ১৩৩ রানের টার্গেট দিয়েছে প্রতিপক্ষ দল ইসলামাবাদ। ইসলামাবাদের এ রান তুলতে উইকেট খরচ হয়েছে ৮ টি।
প্রথমে টসে হেরে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি অল রাউন্ডার সাকিব আল হাসানের দল করাচি কিংস। ইসলামাবাদের পক্ষে প্রথম ওপেনিং ব্যাট করতে মাঠে নামেন ওয়াটসন এবং সেহজাদ খান। ব্যক্তিগত ১৩ রান নিয়ে পঞ্চম ওভারে মাথায় করাচি কিংসে সেরা বোলার ওয়াসিমের বলে আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন ওয়াটসন।
এরপর ক্রিজে আসেন পাক ক্রিকেটার খালিদ লতিফ। তিনি সেহজাদের সঙ্গে জুটি করার চেষ্টা চালান। সেহজাদ ও খালিদ লতিফ দেখেশুনে খেলেও দলীয় ১১ তম ওভারে মাথায় সাজঘরে ফিরে যান সেহজাদ। ২৮ রানে আউট হওয়ার পরে খালিদকে সঙ্গ দিতে ক্রিজে আছেন আজহার জাইদি। তবে এদিন ইসলামাবাদ দলে পক্ষে সর্বোচ্চ রান ৩৯ করেন খালিদ লতিফ।
এদিকে, করাচি কিংসের বোলারদের মধ্যে সার্বোচ্চ সফল্য তম বোপারা। তিনি একই তুলে নিয়েছেন দুইটি উইকেট। এবং একটি করে উইকেটে দখল করেছেন মোহাম্মদ আমির, ওয়াসিম ও ওসমান মীর। আর ব্যর্থ বোলারদের তালিকায় আছেন সাকিব আল হাসান, শোয়েব মালিক ও সোহেল তানভির।
গত শুক্রবার সাকিবের করাচি কিংস নিজেদের প্রথম ম্যাচেই লাহোর ক্যালেন্ডার্সের বিপক্ষে বড় ধরনের জয় কুড়ায়। তবে টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে শনিবার সাকিবের দল করাচি কিংস কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হেরে যায় ৮ উইকেটে।
প্রথম ম্যাচে অল রাউন্ডার সাকিব আল হাসান অনেকটাই গর্জে উঠেছিলেন। সেই ম্যাচে পাকিস্তান সুপার লিগে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে হাফসেঞ্চুরির দেখা পান তিনি। কিন্তু আসরে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় খেলায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ব্যাট-বলের দাপুটে দেখাতে ব্যর্থ হলেন সাকিব। দ্বিতীয় ম্যাচে সাকিব ১৩ বলে করেন ১৭ রান।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস