আরিফুর রাজু: আচ্ছা রমিজ রাজারা কি কখনো মানুষ হবে না ? ওরা কি সেই জানোয়ারই থেকে যাবে নাকি ? সময় এসেছে সেই অমানুষগুলোকে মানুষে রুপান্তর করার।
রমিজ রাজার সমস্যাটা কী ???
প্রশ্নটা দেশের প্রথম সারির একজন গণমাধ্যমকর্মীর।
প্রশ্নের সূত্রপাত যেখান থেকে:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল)আদলে প্রথমবারের মত পাকিস্তান শুরু করেছে সুপার লিগ(পিএসএল)। আর এই আসরটিতে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন দেশটির সাবেক ব্যাটসম্যান ও বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। তিনি আসরের দ্বিতীয় ম্যাচে ভুল করে সাকিবকে ম্যান অফ দ্যা ম্যাচ ঘোষণা না করে লেন্ডন সিমন্সকে ঘোষণা করেন। যা কিনা জন্ম দেয় ব্যাপক সমালোচনার। পরে অবশ্য ভুল বুঝতে পেরে সাকিবকেই ম্যাচ সেরার ঘোষণা দেন।
আবারো তালগোল পাকালেন আসরের পঞ্চম ম্যাচে এসে। সেদিন তামিম ম্যান অব দ্য ম্যাচে ঘোষিত হোন । আর তা নিতে যখন মঞ্চে আসেন তখনই বাধে বিপত্তি। পেশোয়ার জালমির হয়ে টানা দ্বিতীয় ম্যাচেও হাফসেঞ্চুরি করেন বাংলাদেশের তারকা উদ্বোধনী ব্যাটসম্যান।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যথারীতি সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন রমিজ রাজা।পুরস্কার গ্রহণ শেষে নিয়ম অনুযায়ীই তামিম কথা বলতে আসেন। সে সময় রমিজ তাকে বলেন তিনি বাংলা বলতে পারেন না, তাই তাঁর সাথে ইংরেজিতে কথা বলবেন কিনা।
রমিজ রাজা বললেন, 'আমি আসলে তোমার ভাষায় কথা বলতে পারিনা। এখন কি করবো? ইংলিশে কথা বলবে?'
রমিজের এরূপ ব্যবহার অস্বাভাবিকই বলা যায়। কেননা রমিজ রাজা এর আগেও তামিম এর সাথে ইংরেজিতে কথা বলেছিলেন। সেখানে তামিমের ইংরেজিও ছিল বেশ ভালো। এরপরও রমিজের তামিমকে এ প্রশ্ন করার কারণ নিয়ে চলছে সমালোচনা।
রমিজ রাজার সঙ্গে তামিমের সেই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে দেখা দিচ্ছে নিন্দার বন্যা। সবার একটাই কথা পাকিরা এখনো মানুষ হয়নি। বাংলাদেশের কাছে নির্মমভাবে পরাজয় বরণ করার পরও তাদের এখনো শিক্ষা হয়নি।
৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর