রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৪৫:৫৫

আইপিএলের চক্ষুচানা বড়া হওয়ার মত মজার পাঁচ তথ্য

আইপিএলের চক্ষুচানা বড়া হওয়ার মত মজার পাঁচ তথ্য

স্পোর্টস ডেস্ক: এরইমধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নাইনের নিলাম হয়ে গেল। এমন সময় জেনে নিন আইপিএলের মজার  পাচঁ তথ্য-

ক্রিকেটার সরফরাজ খানের ১০ বছর থাকাকালীন আইপিএলের আত্মপ্রকাশ ঘটে।এখন সেই সরফরাজ আরসিবি দলের প্রধান ভরসা ও অন্যতম দামী খেলোয়াড়ও বটে।

আইপিএল কেরিয়ারে পিষুষ চাওলার দারুণ একটা রেকর্ড আছে। ৩৬০ ওভারেরও বেশি বল করে ফেলেছেন পিযুষ। কিন্তু এখনও তিনি একবারও নো বল করেননি।

আইপিএলে সবচেয়ে বেশি অর্ধশতরান আর সবচেয়ে বেশি শূন্য করার গৌরব আর লজ্জার রেকর্ড দুটোই গৌতম গম্ভীরের।

 

আইপিএলে পার্থিব প্যাটেল আলাদা আলাদা ৬টা ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলেছেন। এই রকম রেকর্ড আর অন্য কোনও ক্রিকেটারের নেই। অশোক দিন্দা আবার ৪টি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলেছেন। মজার কথা, প্রতিবারই দিন্দার দল একেবারে শেষ চারটে দলের মধ্যে ছিল।

আইপিএলে সবচেয়ে সেরা বোলিং ফিগার, বোলিং গড় অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টের। গিলি আইপিএলে একটাই মাত্র বল করেন। সেই বলে গিলি হরভজনের উইকেট নেন। হল কি না ১০০-তে ১০০। সূত্র-টাইমস অব ইন্ডিয়া

৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে