রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৪৬:০৮

আবারো শীর্ষে মেসি-নেইমাররা

আবারো শীর্ষে মেসি-নেইমাররা

স্পোর্টস ডেস্ক: রোববার লা লিগায় লেভান্তেকে হারিয়ে ফের লিগ শীর্ষে পৌঁছে গেল লুইস এনরিকের বার্সেলোনা। এ জয়ের ফলে ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে মেসি-নেইমাররা এখন অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে তিন পয়েন্টে এগিয়ে গেল। পাশাপাশি চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে এখন মেসিদের পার্থক্য দাঁড়াল সাত পয়েন্টে।

রোববার মেসিদের কোচ হিসেবে শততম ম্যাচ খেলালেন এনরিকে। সেই ম্যাচেও তাঁর মুখের হাসি ম্লান হল না। ২-০ জিতল বার্সা। এদিন ম্যাচের ২১ মিনিটে ডেভিড নাভারোর আত্মঘাতী গোলে পিছিয়ে যায় লেভান্তে। কিন্তু এদিন পুরো ম্যাচেই মেসি-নেইমার-সুয়ারেজের সেই ম্যাজিক দেখা যায়নি। বলতে গেলে লেভান্তের বিপক্ষে তাঁদের খুঁজে পাওয়া যায়নি। তবে ম্যাচের ৯২ মিনিটে মেসির পাসে নেইমারের গোলই ম্যাচের স্কোরলাইন লিখে দেয়।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে