রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৫৮:১৭

দুবাইয়ে ব্যাটিং বিপর্যয়ে সাকিবের করাচি

দুবাইয়ে ব্যাটিং বিপর্যয়ে সাকিবের করাচি

স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে চলমান পাকিস্তান সুপার লিগের রোববার নিজেদের তৃতীয় ম্যাচে ইসলামাবাদের ছুঁয়ে দেয় ১৩৩ রানে টার্গেটে ব্যাটি করতে নেমে ইতিমধ্যে ব্যাটিং বিপর্যয়ে পড়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিবের করাচি কিংস।

রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে হেরে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি অল রাউন্ডার সাকিব আল হাসানের দল করাচি কিংস। ইসলামাবাদ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট ১৩২ সংগ্রহ দাঢ় করান। শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিবের করাচির সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৫ রান।

এর আগে ইসলামাবাদের পক্ষে প্রথম ওপেনিং ব্যাট করতে মাঠে নামেন ওয়াটসন এবং সেহজাদ খান। ব্যক্তিগত ১৩ রান নিয়ে পঞ্চম ওভারে মাথায় করাচি কিংসে সেরা বোলার ওয়াসিমের বলে আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন ওয়াটসন। এরপর ক্রিজে আসেন পাক ক্রিকেটার খালিদ লতিফ। তিনি সেহজাদের সঙ্গে জুটি করার চেষ্টা চালান। সেহজাদ ও খালিদ লতিফ দেখেশুনে খেলেও দলীয় ১১ তম ওভারে মাথায় সাজঘরে ফিরে যান সেহজাদ। ২৮ রানে আউট হওয়ার পরে খালিদকে সঙ্গ দিতে ক্রিজে আছেন আজহার জাইদি। তবে এদিন ইসলামাবাদ দলে পক্ষে সর্বোচ্চ রান ৩৯ করেন খালিদ লতিফ।

করাচি কিংসের বোলারদের মধ্যে সার্বোচ্চ সফল্য তম বোপারা। তিনি একই তুলে নিয়েছেন দুইটি উইকেট। এবং একটি করে উইকেটে দখল করেছেন মোহাম্মদ আমির, ওয়াসিম ও ওসমান মীর। আর বর্থ্য বোলারদের তালিকায় আছেন সাকিব আল হাসান, শোয়েব মালিক ও সোহেল তানভির।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে