রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:০৭:৩৮

দেশের জন্য সম্মান এনে আনন্দে ‍অশ্রু ঝরালেন মাবিয়া

দেশের জন্য সম্মান এনে আনন্দে ‍অশ্রু ঝরালেন মাবিয়া

স্পোর্টস ডেস্ক: এস এ গেমসে স্বর্ণপদক জয়ের পর জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে আবেগ ধরে রাখতে পারেননি মাবিয়া মাবিয়া আক্তার সীমান্ত। চোখ থেকে বের হতে থাকে আনন্দের অশ্রু।

দক্ষিণ এশিয়ান গেমসের তৃতীয় দিন এসে ভারোত্তোলনে বাংলাদেশের হয়ে প্রথম সোনার পদক জিতেন তিনি। গুয়াহাটির ভোজেশ্বরী ফুগনোনি ইনডোর স্টেডিয়ামে ৬৩ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ প্রথম শ্রেষ্ঠত্বের মুকুট ওঠে মাবিয়ার মাথায়।

গেমসের দ্বিতীত দিন প্রথম রূপা জিতেছিল বাংলাদেশ। শনিবার রিনা আক্তারের হাত দিয়ে কুস্তি থেকে প্রথম রুপার পদক এসেছিল। তৃতীয় দিন এসে প্রথমেই স্বর্ণ পদক জিততে পারতেন ফুলপতি চাকমা। তবে, ব্যর্থ হলেন তিনি। তিনি জিতেছিল রৌপ্য পদক। ফুলপতির রুপা এসেছে ৫৮ কেজি ওজন শ্রেণিতে।

দ্বিতীয় দিনই মোল্লা সাবিরা সুলতানার গলায় আসতো রূপার পদক। দুর্ভাগ্যক্রমে সেটি ভেস্তে গিয়ে তার ঝুলিতে আসে ব্রোঞ্জ পদক। তবে তারটিই ছিল এবারের এসএ গেমসে বাংলাদেশের প্রথম কোন পদক। গেমসে এ ছাড়া এখনো পর্যন্ত ভারোত্তোলনে ও সাঁতারে আর পাঁচটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে