স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে চলমান পাকিস্তান সুপার লিগের রোববার নিজেদের তৃতীয় ম্যাচে ইসলামাবাদের ছুঁয়ে দেয় ১৩৩ রানে টার্গেটে ব্যাটি করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে গেলেও মাঝ পথে এসে করাচি কিংসের হাল ধরেছেন বিশ্বসেরা অল রাউন্ডার টাইগার সাকিব। ব্যাট হাতে মাঠে নেমে শুরুটা ভালো হলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না সাকিব। ইমরান খালিদের ওভারের পঞ্চম বলে সাঈদ আজমলে হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত করাচি সংগ্রহ ১৬ ওভার শেষে ৯০ রান। সাকিবের দলের জয়ের জন্য এখন ৪৩ রানের প্রয়োজন। বল আছে মাত্র ২৪টি। করাচির হাতে উইকটে আছে মাত্র তিনটি।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে হেরে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি অল রাউন্ডার সাকিব আল হাসানের দল করাচি কিংস। ইসলামাবাদ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট ১৩২ সংগ্রহ দাঢ় করান।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস