স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে ক্রিকেটের বিস্ময়কর নাম মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেট বল হাতে নেমেই বিশ্বকে জাত চেনান সাতক্ষীরার এই কাটার মাস্টার। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে নিজের ক্যারিয়ারের প্রথম পাচ উইকেট তুলে নেন তিনি।
এর সেই কারণেই এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে সাতক্ষীরার ২২ বছর বয়সী মুস্তাফিজকে ঘিরে রশি টানা-টানির প্রভাবটা লক্ষ্যনীয়। গত ৬ ফেব্রুয়ারি আইপিএলের ৯ম আসরকে সামনে রেখে অনুষ্ঠিত হয় নিলাম অনুষ্ঠান। আর এই নিলামেই মুস্তাফিজকে দলে টেনে নেয় 'সানরাইজার্স হায়দ্রাবাদ' ফ্র্যাঞ্চাইজি। আর এ জন্য তাদের গুনতে হবে ১ কোটি ৪০ লাখ রূপি।
বিশ্বকাপের পর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলে পুরোপুরি ফিট থাকলে দেখা যেতে পারে দেশ সেরা এই বোলারকে। ইন্ডিয়ার এই হাই-ভোল্টেজে সানরাইজারর্সে যোগ দেবেন।
সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির কোচের দায়িত্বে থাকবেন সাবেক শ্রীলঙ্কা দলের কোচ টম মুডি। মুডির কোচিং ছাড়াও মুস্তাফিজ তার ড্রেসিং রুম ভাগাভাগি করবেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার, ইয়ন মরগান, কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্টদের মতো খ্যাতনামা আন্তর্জাতিক তারকাদের সাথে। এছাড়াও মুস্তাফিজ তার দলে পাবেন মইসেস হেনরিকস্, বেন কাটিংদের মতো উঠতি তারকাদের। এছাড়াও ভারতীয় আশিষ নেহরা, ভুবনেশ্বর কুমারদের মত বাঁহাতি বোলারদেরকেও পাশে পাবেন মুস্তাফিজ।
৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর