রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:০৫:৪৩

দুবাইতে অল্পের জন্য ভাগ্য খুলতে পারলেন না সাকিবরা

দুবাইতে অল্পের জন্য ভাগ্য খুলতে পারলেন না সাকিবরা

স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে চলমান পাকিস্তান সুপার লিগের নিজেদের তৃতীয় ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে  মাত্র ২ রানের জন্য হার মানতে হয়েছে সাকিবের করাচি কিংসকে।  ইসলামাবাদের ছুঁয়ে দেয় ১৩৩ রানে টার্গেটে ব্যাটি করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান  করতে সক্ষম হয় করাচি কিংসের ব্যাটসম্যানরা। ফলে ২ রানের স্বল্প ব্যবধানে জয় করাচি কিংসের বিপক্ষে জয় কুড়ায় ইসলামাবাদ। এ হার দিয়ে চলমান টুর্নামেন্টে টানা দ্বিতীয় হার উপহার পেল সাকিবরা।  

রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে হেরে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসানের দল করাচি কিংস। প্রথমে ব্যাটে করে ইসলামাবাদ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট ১৩৩ টার্গেট দেন করাচি কিংসকে। ইসলামাবাদের পক্ষে সর্বোচ্চ রান ৩৯ করেন খালিদ লতিফ। এছাড়াও  ২৮ রান করেছেন আজহার জাইদি, মোহাম্মদ সামি করেছেন ২০ রান।

আর করাচি কিংসের পক্ষে  সর্বোচ্চ ৩২ রান করেন রবি বোপারা আর বাংলাদেশি সাকিব করেছেন ২০ রান। এছাড়া  ২৯ রান করেন ওয়াসিম ও ইফতেখার আহমেদের ব্যাট থেকে আসে ১৯ রান।  করাচি কিংসের বোলারদের মধ্যে সার্বোচ্চ সফল্য তম বোপারা। তিনি একই তুলে নিয়েছেন দুইটি উইকেট। এবং একটি করে উইকেটে দখল করেছেন মোহাম্মদ আমির, ওয়াসিম ও ওসমান মীর। এদিন সাকিব ২ ওভার বল করে কোনো উইকেট পায়নি।  ইসলামাবাদ  দলে হয়ে ৩ টি উইকেট পেয়েছেন সাঈদ আজমল।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে