রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৫৪:৫৮

ছক্কা হাঁকাতে গিয়ে আউট হলেন হার্ট হিটার তামিম

ছক্কা হাঁকাতে গিয়ে আউট হলেন হার্ট হিটার তামিম

স্পোর্টস ডেস্ক : টানা দুই ম্যাচে তার ব্যাটে ভর করেই জিতে চলেছে পেশোয়ার। প্রথম ম্যাচে ৫১ বলে ৫১ রানের ইনিংসটা ঠিক তামিমসুলভ ছিল না। শনিবার পাকিস্তান সুপার লিগে ৪৭ বলে ৪৭ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে ভর করে জয় তুলে নিয়েছে পেশোয়ার জালমি। বোরবার নিজেদের তৃতীয় ম্যাচেও গর্জে উঠেছেন বাংলাদেশি এ হার্ট হিটার ব্যাটস্যমান।

রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে টসে জিতে প্রথমে বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান ও পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে ওপেনিং ব্যাটি করতে নামান পেশোয়ার জালমির অধিনায়ক।

ওপেনিং ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলেন তামিম। কিন্তু  দলীয় ২২ রানের মাথায় আফগান ক্রিকেটার মোহাম্মদ নবীর বলে ছক্কা হাঁকাতে গিয়ে সাজঘরে ফিরে যান তামিম।     

শেষ খবর পাওয়া পর্যন্ত কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে তামিম ইকবালের দল পেশোয়ার জালমির সংগ্রহ ৭ ওভার শেষে ২ উইকেটে হারিয়ে ৩৭  রান । ক্রিজে আছেন মালান ৮ এবং  কামরান আকমল ৪ রান নিয়ে।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে