রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০৫:২৩

সবার দোয়া চেয়েছেন এনামুল

সবার দোয়া চেয়েছেন এনামুল

স্পোর্টস ডেস্ক: অনেক দিন দলের বাইরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান এনামুর হক বিজয়। সম্প্রতি শেষ হওয়া সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দলের রাখা হয়নি তাকে। এরপর এশিয়া কাপ ও বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি তাকে। কিন্তু তারপরও একটু ভেঙ্গে পড়েননি বিজয়। অতীতের সব ব্যর্থতাকে ঝেড়ে ফেলে দিয়ে নতুন রুপে জ্বলে উঠতে চান তিনি। আর তাই তার ভক্ত-শুভাকাঙ্খিদের দোয়া চেয়েছেন এনামুল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে স্টাট্যাস দিয়ে এনামুল বলেন, অনুপ্রেরণা সব সময় সামনে এগিয়ে যেতে সাহস যোগায়। বার বার পিছিয়ে পড়ার পর আবার হাটা শুরু করেছি। একসময়ে দৌড়ে পার করেছি সকল বাধা। এভাবেই আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই। আপনাদের ভালোবাসা আমার উৎসাহ, আমার প্রেরণা, আমার এগিয়ে চলার শক্তি। ৩০ লক্ষ সংখ্যাটা সত্যি গর্বের।১৬ কোটি মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছি। আশা করি এইভাবেই আপনারা আমাকে এবং বাংলাদেশ দলকে ভাল-খারাপ উভয় সময়তেই সমর্থন করে যাবেন।

৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে