স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরী করে ‘পেশোয়ার জালমিকে’ জেতাকে সাহায্য করেন বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল। কিন্তু পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তামিমের প্রতি পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ও বর্তমান উপস্থাপক রমিজ রাজার আচরণে যারপরনাই ক্ষুব্দ বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা।
পুরস্কার বিতরণীর মুহূর্তে তামিমের সঙ্গে উর্দুতে কথা বলা শুরু করার কারণে পাকিস্তানের ধারাভাষ্যকার রমিজ রাজার উপর ভীষণ চটেছে বাংলাদেশের অভিনয় শিল্পী সুবর্ণা মোস্তাফাও।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সুবর্ণা লিখেছেন, ‘রমিজ রাজা আপনি মূর্খ, আপনি তামিমকে বিভ্রান্ত করার জন্য আপনার উর্দু ভাষায় কথা বলাতে চেয়েছিলেন। আপনার কোন জ্ঞানই নেই ২১ শে ফেব্রুয়ারি নিয়ে। আপনি বোধহয় আপনার ‘পেয়ারা পাকি’ ভাইরা কেউ ম্যাচ সেরা হতে পারে নাই এই বিষয়টা হজম করতে পারেননি।’
৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর