সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০৩:২০

পিএসএলে তামিমের দল বিশাল রান ছুঁয়ে দিলো কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে

পিএসএলে তামিমের দল বিশাল রান ছুঁয়ে দিলো কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে

স্পোর্টস ডেস্ক:  পাকিস্তান সুপার লিগ  (পিএসএল)-এর বাংলাদেশি হার্ট হিটার ব্যাটস্যমান তামিম ইকবালের দল পেশোয়ার জালমি প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে জয়ের জন্য ১৩৬ রানের টার্গেট দিয়েছে। রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে প্রথমে টসে জিতে  নির্ধারিত ২০ ওভারে  ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ দাঁড়া করান।

প্রথমে বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান ও পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে ওপেনিং ব্যাটি করতে নামান পেশোয়ার জালমির অধিনায়ক। ওপেনিং ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলেন তামিম। কিন্তু  দলীয় ২২ রানের মাথায় আফগান ক্রিকেটার মোহাম্মদ নবীর বলে ছক্কা হাঁকাতে গিয়ে সাজঘরে ফিরে যান তামিম।  দলে পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন সামি। এছাড়াও  ২১ রান করেন শহিদ ইউসুফ, ১৮ রান করেছেন মালান।  তামিম করেন ১৪ রান।

আর কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে দলে পক্ষে একমাত্র  ৩টি উইকেট দখল করে  নিয়েছেন  মোহাম্মদ নিয়াজ এবং দুইটি উইকেট পেয়েছেন উমর গুল। এছাড়া ও একটি করে উইকেট পেয়েছেন  আনোয়ার আলি ও বাবর।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে