স্পোর্টস ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের বিস্ময়কর বালক মুস্তাফিজুর রহমানকে। চোটের কারণে সিরিজের বাদ বাকি ম্যাচে মাঠে নামেননি তিনি। তবে সিরিজ চলাকালীন পুরোটা সময় জুড়ে দলের সঙ্গে মিশে ছিলেন সাতক্ষীরার এই কাটার মাস্টার।
সম্প্রতি নিজের শারীরিক অবস্থা, আইপিএলে প্রথমবারের মত ডাক, এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশ সেরা ২২ বছর বয়সী এই পেসার।
বলেন, ‘এখন বেশ ভালো আছি। জোরে বোলিং করলে ব্যথা লাগে না। তবে আমার বলগুলো (বিশেষ করে কাটার) করলে ব্যথা অনুভব হয়। আর বোলিং করলাম মাত্র কয়দিন। এখন বুঝতে পারছি না সামনে কী হবে। তবে আত্মবিশ্বাস আছে যে চোট কাটিয়ে উঠতে পারব। কিন্তু পুরোপুরি ফিট থাকা আর চোটের চিন্তা নিয়ে খেলার মধ্যে পার্থক্য তো থাকেই। এতটুকু বলতে পারি, এখন অবস্থা ভালো। দোয়া করবেন ওপরওয়ালা যেন এশিয়া কাপ-বিশ্বকাপের আগে আরও ভালো করে দেন।’
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর