স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ শেষে জাতীয় দলের ক্যাম্প বসেছিল খুলনায়। এর পর ছয় দিনের জন্য মুলতবি ঘোষিত হয় ক্যাম্প। তবে এবার বন্দর নগরী চট্টগ্রামে দ্বিতীয় মেয়াদে বসতে যাচ্ছে টাইগারদের ক্যাম্প। আর তাই রোববার চট্টগ্রামের উদ্দেশ্যে উড়াল দেবেন মাশরাফি-মুস্তাফিজরা।
চট্টগ্রামে উড়াল দেয়ার আগে দেশের প্রথম সারির একটি অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে কথা বলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, “চট্টগ্রামে ক্যাম্পের মূল লক্ষ্য তো অবশ্যই বিশ্বকাপের প্রস্তুতি। তবে এই মুহূর্তে এশিয়া কাপ নিয়েই আগে ভাবতে হবে আমাদের। এশিয়া কাপের জন্যই প্রস্তুত হব আমরা আর সেটা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও কাজে দেবে অবশ্যই।”
খুলনার ক্যাম্পে বাংলাদেশ ক্রিকেট টিম কোন বিষয় গুলোকে প্রাধান্য দিয়েছে। আর প্রস্তুতিইবা হয়েছে কেমন। এই সব বিষয়ে হালকা ফারাক রেখে জাতীয় দলের এই দলনেতা বলেন, “টেকনিক্যাল অনেক কিছু নিয়ে কাজ করেছি আমরা। সে সব বিস্তারিত বলতে চাই না। তবে এটুকু বলছি, খুব কাজে দিয়েছে ক্যাম্প। অনুশীলন ম্যাচগুলিও খুব ভালো হয়েছে। যা শিখেছি বা আলোচনা হয়ছে, ম্যাচে সেসব করার চেষ্টা করেছি আমরা।”
এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়েও মুখ খুলতে ভুলেননি মাশরাফি। জানালেন, “এশিয়া কাপও বড় একটি টুর্নামেন্ট। দেশের মাটিতে হচ্ছে, আমরা অবশ্যই চাইব ভালো করতে। সুনির্দিষ্ট লক্ষ্য আমি কখনোই বলতে চাই না। প্রতিটি ম্যাচ ধরে খেলব। আশা করি ভালো করব। আর এশিয়া কাপ শেষে চাইব, আমাদের টি-টোয়েন্টি দলটা যেন দাঁড়িয়ে যায়, সঠিক কম্বিনেশন যেন আমরা পেয়ে যাই; যে দল নিয়ে বিশ্বকাপে গিয়েও আমরা ভালো কিছু করতে পারব।”
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর