সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩২:৩৩

বাড়িতে গেলে আগের জীবনে ফিরে যান মুস্তাফিজ

বাড়িতে গেলে আগের জীবনে ফিরে যান মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল জাতীয় দলের বোলিং সেক্টরের নির্ভরতার প্রতীক মুস্তাফিজুর রহমানকে। চোটে পড়ায় সফরকারীদের বিপক্ষে বাদ বাকি ম্যাচে মাঠে নামতে পারেনি তিনি। তবে সিরিজ চলাকালীন পুরোটা সময় জুড়ে দলের সঙ্গে ছায়ার মত মিশে ছিলেন সাতক্ষীরার এই কাটার মাস্টার।

সম্প্রতি নিজের শারীরিক অবস্থা, আইপিএলে ডাক, এশিয়া কাপ, বিশ্বকাপ ও নিজের ব্যাক্তিগত নানা বিষয় নিয়ে দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন দেশ সেরা ২২ বছর বয়সী এই পেসার।

অল্প সময়ে অনেক অর্জন সাতক্ষীরার এই যুবকের। আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগে নাকি পরের জীবনটাকে সবচেয়ে বেশি উপভোগ করেন তিনি?

উত্তরে মুস্তাফিজ বলেন, ‘একেক জীবন একেক রকম। আমার কাছে দুই জীবনই উপভোগ্য। বাড়িতে গেলে আগের জীবনে ফিরে যাই। আর ঢাকায় ফিরলে ফিরে আসি বর্তমান জীবনে।’

এছাড়া মুস্তাফিজ আইপিএল প্রথম বারের মত সুযোগ লাভ। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন। এমনি ভবিষ্যতে যাতে চোট মুক্ত থেকে দেশের জন্য লড়ে যেতে পারেন সে জন্য ভক্ত শুভাকাঙিক্ষদের কাছে দোয়া চাইতে ভুল করেননি।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে