সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৪:২০

মিরাজ বাহিনীর অনুরোধে বিশ্বকাপ ফাইনালে আসবেন শেখ হাসিনা

মিরাজ বাহিনীর অনুরোধে বিশ্বকাপ ফাইনালে আসবেন শেখ হাসিনা

স্পোর্টস ডেস্ক: আগামী ১৪ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দিয়ে ইতি ঘটবে এবারের আসর। যুব বিশ্বকাপের এই স্মৃতিময় দিনে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) সভাপতি জহির আব্বাস ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল (রবিবার) রাজধানীর এক হোটেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আইসিসি সভাপতি জহির আব্বাস ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী মঞ্চে থাকবেন। নিয়মানুযায়ী তিনি চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন ফাইনাল ম্যাচে।’

তিনি আরো যোগ করেন, ‘প্রধানমন্ত্রী সেমিফাইনালের দিনই স্টেডিয়ামে আসতে চেয়েছিলেন । কিন্তু মেহেদি হাসান মিরাজ বাহিনীর বিশেষ অনুরোধে ফাইনালের দিন মাঠে থাকবেন তিনি।’
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে