শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ০১:২৫:৩৬

শ্রমিকদের উদ্দেশে যে বার্তা দিলেন মাশরাফি

শ্রমিকদের উদ্দেশে যে বার্তা দিলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : নির্মাণ শ্রমিকদের উদ্দেশে মাশরাফি বলেন, ‘আপনারা অনেক কষ্ট করে পরিবারের আহার জোগাড় করেন, আমিও অনেক কষ্টে খেলার মাঠে থেকেছি। 

আমার পায়ে সাতবার বড় অপারেশন করা, আমার পায়ে এখনো চারটি স্ক্রু লাগানো আছে, আমিও আপনাদের মতো কষ্ট করে খেলার মাঠ থেকে সংসদ সদস্য হয়েছি। ৭ তারিখ ভোটে আপনারা আসুন, আমার জন্য ৭ তারিখটা দিন, ৮ তারিখ থেকে আমি আপনাদের যা দেব তা টাকা দিয়ে কিনতে পারবেন না।’

গতকাল শুক্রবার দুপুরে নড়াইলের পুরাতন রেজিস্ট্রি অফিসসংলগ্ন মাঠে ইমারত শ্রমিকদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কথাগুলো বলেন মাশরাফি বিন মর্তুজা।

তিনি নড়াইল-২ আসনের দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীকের প্রার্থী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহামুদ তুফান, সাইফুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতারা। 

এর আগে সকালে মাশরাফি নড়াইল সদরের মাগুরা সীমান্তের শিংগাবাজার থেকে প্রচারণা শুরু করেন। এরপর বাগডাঙ্গা, পাজারখালী, ঘোড়াখালীসহ কয়েকটি এলাকায় পথসভায় যোগ দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে